Skip to main content
Iceland

Iceland

By Jyotirmoy Paul

২০২১ সালের ১৯ মার্চ থেকে অগাস্ট পর্যন্ত চলেছিল আইসল্যান্ডের Fagradalsfjall -এ অগ্নুৎপাত। প্রায় এক বছর মতো বন্ধ ছিল অগ্নুৎপাত। আবার বিগত দুইদিন ধতে Fagradalsfjall এর পশ্চিম প্রান্তে Grindavík এর কাছে কিছু ভূমিকম্প হচ্ছে। ৩১ জুলাই, ২০২২ Grindavík এর কাছে ৫.৪ মানের ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। তবে কি আবার শুরু হবে আইসল্যান্ডের অগ্নুৎপাত? সেই উত্তর অবশ্য পাওয়া যাবে কিছু দিনের মধ্যেই। কিন্তু আইসল্যান্ডের অগ্নুৎপাতের কারণ কি?